Breaking News :

চিড়িয়াখানার বেহাল দশা, অনাহারে পশুদের আর্তনাদ

নিউজটি ডেস্কঃ এটি বিদেশের কোন চিড়িয়াখানা নয়। এটি আমাদের বাংলাদেশেরই চিড়িয়াখানা। ঠিকই ধরেছেন এটি আমাদের জাতীয় চিড়িয়াখানা, যেটি ঢাকা বিভাগের মিরপুরে অবস্থিত।

খাদ্যের অভাবে দিন দিন চিড়িয়াখানার বেহাল দশা হচ্ছে। পশু-পাখীগুলো একে একে মরে যাচ্ছে। কর্তৃপক্ষের দেখার কোন সময় নেই।

প্রশ্ন উঠতেই পারে এটিতো সরকারের দোষ। আসলে সত্য কথা বলতে সরকার কি কম বরাদ্দ দিচ্ছে। ‍উত্তর হবে অবশ্যই না।

তাহলে কার দোষ? দোষ হলো যারা নিজেদের বিবেক বুদ্ধিকে বিক্রি করে এক একজন পশুতে পরিণত হয়ে সেই পশুর খাদ্যগুলো গ্রহন করছে। দোষ হলো তাদের। তাদের দুটি পা, দুটি হাত এবং দেখতে মানুষের মতো লাগলেও আসলে তারা মানুষ নয়। তারা এক একটা পশু। সরকারের উচিৎ এ সকল অসৎ পশুগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।

চিত্রঃ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর।